দেশ

তিন রাজ্যে বজ্রপাতে মৃত ৬৮

বজ্রপাতে দেশের তিন রাজ্যে মৃত্যু হল কমপক্ষে ৬৮ জনের। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। উত্তরপ্রদেশ, রাজস্থানে এবং মধ্যপ্রদেশে রবিবার বিকেল থেকেই বৃষ্টি ও বজ্রপাত চলছিল। তাতে শিশু ও মহিলা সহ মৃত্যু হয়েছে ৬৮ জনের। এরমধ্যে মৃতের সংখ্যা সব থেকে বেশি উত্তরপ্রদেশে। বজ্রপাতে এ রাজ্যে প্রাণ গিয়েছে ৪১ জনের। রাজস্থানে ও যমধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে যথাক্রমে ২১ ও ৭ জনের। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এবার দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশের একাংশ, পাঞ্জাব, হরিয়ানা ও মধ্যপ্রদেশে সোমবারও বৃষ্টি চলবে। আগামী ৪৮ ঘন্টায় দেশের অন্যত্র বৃষ্টি হতে পারে। তবে, আগামী পাঁচ দিন এধরণের আবহাওয়াই বজায় থাকবে।