হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে আজ রবিবার ছ’টি ট্রেন বাতিল থাকবে। হাওড়া ডিভিশনে ধারাবাহিক রক্ষণাবেক্ষণের জন্য মেরামতির কাজ হবে। যার মধ্যে রয়েছে রেল ট্র্যাক, ওভারহেড ইলেকট্রিফিকেশন সহ একাধিক পরিকাঠামোগত অংশ। সেই কাজের জন্য কাল একজোড়া তারকেশ্বর লোকাল চলবে না। বাতিল ট্রেনগুলির নম্বর হল, তারকেশ্বর থেকে – ৩৭৩২৪, হাওড়া থেকে – ৩৭৩২৩। অন্যদিকে, শিয়ালদহ শাখায় কৃষ্ণনগর সিটি-লালগোলা সেকশনে ট্রেন পরিষেবা কাল ব্যাহত হবে। সংশ্লিষ্ট সেকশনে একটি লিমিটেড হাইট সাবওয়ে নির্মাণ কাজের জন্য দুর্ভোগ পোহাতে হতে পারে যাত্রীদের। আপ ডাউনে বাতিল ট্রেনগুলি হল, কৃষ্ণনগর-আজিমগঞ্জ প্যাসেঞ্জার এবং কৃষ্ণনগর-লালগোলা। দু’জোড়া বাতিল ট্রেনের নম্বর যথাক্রমে – ৫৩০৯১, ৫৩০৯২, ৩১৩৬১, ৩১৩৬৪।