শান্তনু সেনের পর আরও ছ’জন তৃণমূলের রাজ্যসভার সাংসদকে সাসপেন্ড করলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। তাঁরা হলেন, নাদিমুল হক, আবির বিশ্বাস, শান্তা ছেত্রী, অর্পিতা ঘোষ এবং মৌসম বেঁজির নূর। তবে শান্তনু সেনকে পুরো বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হলেও এই ছয় সাংসদকে শুধুমাত্র আজকের জন্য সাসপেন্ড করা হয়েছে।
উল্লেখ্য, এদিনই সংসদের উচ্চকক্ষে তৃণমূল কংগ্রেসের নতুন সদস্য শপথ নিয়েছেন ৷ প্রাক্তন আমলা জহর সরকারের শপথের পর্ব মেটার পরই রাজ্যসভায় পেগাসাস ইস্যুতে বিরোধীরা বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ সেই দলে তৃণমূল কংগ্রেসও ছিল ৷ হঠাৎ তৃণমূলের কয়েকজন সাংসদ ওয়েলে প্ল্যাকার্ড নিয়ে নেমে পড়েন ৷ রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু তাঁদের নিজ নিজ আসনে ফিরে যেতে নির্দেশ দেন ৷ কিন্তু তাঁরা তা শোনেননি ৷ তখন তিনি ব্যবস্থার নেওয়ার হুঁশিয়ারি দেন ৷ কিছুক্ষণ পর সভা মুলতুবি হয়ে যায় ৷ দুপুর ২টোয় আবার রাজ্যসভার অধিবেশন বসার কথা ৷ বিরোধীদের অভিযোগ, রাজ্যসভায় মোদি সরকার সংখ্যালঘু ৷ তাই বিল পাস করাতে তারা এই কৌশল নিচ্ছে ৷ বিক্ষোভের অছিলায় বিরোধী সাংসদের সাসপেন্ড করে বিল পাসের জন্য প্রয়োজনীয় সংখ্যা বৃদ্ধি করতে চাইছে ৷