দেশ

ভার্চুয়ালি কনফারেন্সের মাধ্যমে স্বমিতভা প্রকল্পের ৬৫ লক্ষ জমির পাট্টা কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী মোদি

৬৫ লক্ষ জমির পাট্টা বা সম্পত্তি কার্ড বিলি প্রধানমন্ত্রী মোদি । শনিবার এক ভার্চুয়ালি কনফারেন্সের মাধ্যমে এই কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দফতর সূত্রে খবর, কেন্দ্রের স্বমিতভা প্রকল্পের অধীনে এদিন মোদি ১০টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ২৩০টি জেলার ৫০ হাজারের বেশি গ্রামে সম্পত্তির মালিকদের কাছে ৬৫ লক্ষ সম্পত্তি কার্ড হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রী এদিন মধ্যপ্রদেশের সিওনি থেকে মনোহর নামে এক সুবিধাভোগীর সঙ্গেও কথা বলেছেন। তিনি এই প্রকল্প থেকে কতটা উপকৃত হয়েছেন, তাও শোনেন প্রধানমন্ত্রী।