জেলা

বাড়ছে সংক্রমণ, সোমবার থেকে টানা ৭ দিন সম্পূর্ণ লকডাউন ব্যারাকপুরে, কড়া পদক্ষেপ পুরসভার

রাজ্যে যখন কিছুটা শিথিল হয়েছে বিধিনিষেধ, তখন করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ করল পুরসভা। ব্য়ারাকপুরে আগামী সোমবার, ২১ জুন থেকে পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হল। চলবে ২৭ জুন পর্যন্ত। গোটা রাজ্যে সংক্রমণ কমলেও, উত্তর ২৪ পরগনায় কিন্তু করোনা বাড়ছে এখনও। গতকাল রিপোর্ট, রাজ্য়ে একদিনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৯ জন। তাঁদের মধ্যে ১৭ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। ব্যারাকপুরে দৈনিক আক্রান্তের সংখ্যা ৯০ থেকে ১০০-র মধ্য়ে ঘোরাফেরা করছে! সেকারণেই সোমবার থেকে ২৭ জুন অর্থাত্‍ শনিবার পর্যন্ত সমস্ত দোকান-বাজার বন্ধ রাখার নির্দেশ জারি করল পুরসভা। আজ ব্যারাকপুরের পুর এলাকার মুখ্য প্রশাসক উত্তম দাস জানিয়েছেন এ কথা। আগামী সোমবার ২১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত চলবে এই লকডাউন। বাজার, শপিং মল বন্ধ রেখে সংক্রমণ শৃঙ্খল ভাঙার উদ্দেশ্যেই এই লকডাউন বলে জানিয়েছেন তিনি। উত্তম দাস এও জানান, ‘‘ব্যারাকপুরে বেশ কয়েকটি বাজার রয়েছে। সেগুলিতে দিন দিন ভিড়ও বাড়ছে। বাজার থেকে সংক্রমণ ছড়াচ্ছে বেশি।’’ দিন কয়েক আগে জেলাশাসকের সঙ্গে এ নিয়ে একটি বৈঠক হয়েছে বলে জানিয়েছেন তিনি। তার পর পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে ঘোষণা করা হল লকডাউনের।