জেলা

মুর্শিদাবাদে ফুচকা খেয়ে গুরুতর অসুস্থ ৭১

মুর্শিদাবাদের ইসলামপুরের ফুচকা খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি ৭১ জন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরের কাশেমনগরে। অসুস্থদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন শিশু। ইতিমধ্যেই ওই ফুচকা বিক্রেতাকে আটক করেছে পুলিশ।হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসাধীন সকলের অবস্থাই স্থিতিশীল। এই ঘটনায় ইতিমধ্যেই ফুচকা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে একটি দোকান থেকে ফুচকা খেয়েছিলেন মুর্শিদাবাদের ইসলামপুরের কাশেমনগরের অনেকেই। এর পর থেকে একে একে তারা অসুস্থ হয়ে পড়েন। পেটে ব্যথা শুরু হয়। রাতের দিকে অবস্থার অবনতি হতে শুরু করে। প্রথম দিকে বিশেষ গুরুত্ব না দিলেও পরে বুধবার অসুস্থদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কাশেমনগরের এত মানুষ অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকরা খাওয়া-দাওয়ার কথা জিজ্ঞেস করতেই জানা যায় ফুচকার বিষয়টি। দেখা যায়, যাঁরাই ফুচকা খেয়েছে তাঁরাই অসুস্থ। অসুস্থদের মধ্যে ৭০ জন বর্তমানে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। একজন ভরতি রয়েছেন রানিনগরের গোধনপাড়া ব্লক হাসপাতালে। স্বাস্থ্য আধিকারিক জানান, “পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এলাকায় মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।”