কলকাতা

আমাদের ৭২ জন বিজেপি বিধায়ক তৃণমূলে যাচ্ছেন: শমীক ভট্টাচার্য

২০০ আসন পাওয়ার লক্ষ্যে সেই নেতাদের ভোটে টিকিটও দিয়েছিলেন বিজেপি। তার মধ্য কেউ জিতেছে আবার কেউ হেরেছে, কিন্তু বিজেপি সরকার না গড়ায় নিজেদের থেকেই ধীরে ধীরে গেরুয়া সঙ্গ ত্যাগের জন্য তৃণমূলের সঙ্গে তলে তলে যোগাযোগ রেখে চলেছেন। রাজ্যে বর্তমানে বিজেপি বিধায়দের সংখ্যা ৭৫। ভোটে জয়লাভ করার পরও দুই বিধায়ক ইস্তফা দেওয়ায় কমেছে গেরুয়া শিবিরের বিধায়ক সংখ্যা। জল্পনা শুরু হয় মুকুল পুত্র শুভ্রাংশুকে নিয়ে। তৃণমূলে যোগদান করা নিয়ে শুভ্রাংশুর শারীরিক হাবভাব ভালো চোখে দেখেনি বিজেপি। এবার বিজেপি নেতা শমীক ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন বিজেপির জেতা ৭৭ পরবর্তীতে দু’জন বিধায়ক পদত্যাগ করায় ৭৫ জনের মধ্যেই ৭২ জন চলে যাবে তৃণমূলে। অর্থাত্‍ বিধানসভায় বিরোধী তকমা হারাবে বিজেপি। এদিন সাংবাদিক সম্মেলন করে শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ‘আমাদের কাছে খবর রয়েছে, ৭২ জন বিধায়ক তৃণমূলে যাচ্ছেন। প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল। যে যেখানে গিয়ে শান্তি পাবেন, তাঁরা শান্তিতে থাকুন। কাউকে জোর করে দলে আনেনি বিজেপি। কারও আঁচল না ধরে এই দল নিজের গতিতে এগিয়েছি। দল থেকে একজন চলে যাওয়া মানে দলের ক্ষতি।