জেলা

হাওড়া স্টেশনে থেকে উদ্ধার ৭৫ লক্ষ টাকা

ধীরে ধীরে দূরপাল্লার কিছু ট্রেন চলাচল শুরু করলেও লোকাল ট্রেন পরিষেবা এখনও বন্ধ রয়েছে। আর তার ফলে স্টেশনগুলি কার্যত ফাঁকাই রয়েছে। আর এই ফাঁকা স্টেশন কাজে লাগিয়ে চলছে টাকা পাচার। হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয়েছে ৭৫ লক্ষ টাকা। জানা গিয়েছে, হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার হয়েছে এই টাকা। আরপিএফ উদ্ধার করেছে এই টাকা। ১৪ নম্বর প্ল্যাটফর্মে দুটি ব্যাগ পড়ে থাকতে দেখেন আরপিএফ কর্মীরা। ব্যাগের দাবিদার হিসেবে কাউকে পাওয়া যায়নি। তারপরেই ব্যাগ খুলে দেখা যায় তার মধ্যে টাকা ও সোনার গয়না রয়েছে। গুণে দেখা যায় মোট ৭৫ লক্ষ টাকা রয়েছে সেখানে। কিন্তু সেই টাকা ও সোনার কোনও দাবিদার পাওয়া না যাওয়ায় তা নিজেদের হেফাজতে রেখেছে আরপিএফ। রেল পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে করে নিয়ে আসা হয়েছিল ওই দুটি ব্যাগ। কিন্তু স্টেশনে নামার পরে নিরাপত্তার কড়াকড়ি দেখে যারা ব্যাগ নিয়ে এসেছিল তারা সেই ব্যাগ ফেলেই চম্পট দেয়। মনে করা হচ্ছে ব্যাগের মধ্যে থাকা ৭৫ লক্ষ টাকা হাওয়ালার টাকা। আর তাই ভয়ে সেই ব্যাগ ফেলে পালায় তারা। আপাতত সেই টাকা ও গয়না আরপিএফের হেফাজতে রয়েছে।