বিনোদন

৭৯তম গোল্ডেন গ্লোব প্রদান অনুষ্ঠান

আজ লস অ্যাঞ্জেলসের দ্য বেভারলি হিলটনে অনুষ্ঠিত হল ৭৯তম গোল্ডেন গ্লোব প্রদান৷ সেরা অভিনেতার পুরস্কার উঠেছে উইল স্মিথের হাতে ৷ এক নজরে দেখে নেওয়া যাক পুরস্কার তালিকাঃ

চলচ্চিত্র বিভাগে বিজয়ীরা :

  • সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি) : ওয়েস্ট সাইড স্টোরি
  • সেরা অভিনেতা (ড্রামা) : উইল স্মিথ (কিং রিচার্ড)
  • সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি) : রাচেল জেগলার (ওয়েস্ট সাইড স্টোরি)
  • সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি) : অ্যান্ড্রু গারফিল্ড (টিক, টিক, বুম)
  • সেরা পার্শ্ব অভিনেত্রী : আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)
  • সেরা পার্শ্ব অভিনেতা : কোডি স্মিট-ম্যাকফি (দ্য পাওয়ার অফ দ্য ডগ)
  • সেরা চিত্রনাট্য : কেনেথ ব্রানাঘ (বেলফাস্ট)
  • সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র : ড্রাইভ মাই কার (জাপান)
  • সেরা অ্যানিমেটেড ফিচার : এনকান্তো
  • সেরা মৌলিক সঙ্গীত : ফিনিয়াস ও’কনেল (নো টাইম টু ডাই সিনেমার নো টাইম টু ডাই, গানটি গেয়েছেন বিলি আইলিশ )

টেলিভিশন বিভাগে বিজয়ীরা :

  • সেরা টিভি সিরিজ (ড্রামা) : সাকসেশন
  • সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল/কমেডি) : হ্যাকস
  • সেরা মিনিসিরিজ বা টিভি ফিল্ম : দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড
  • সেরা অভিনেত্রী (ড্রামা) : এমজে রদ্রিগেজ (পোজ)
  • সেরা অভিনেতা (ড্রামা) : জেরেমি স্ট্রং (সাকসেশন)
  • সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি) : জিন স্মার্ট (হ্যাকস)
  • সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি) : জেসন সুডেকিস (টেড ল্যাসো)
  • সেরা পার্শ্ব অভিনেত্রী : সারাহ স্নুক (সাকসেশন)
  • সেরা পার্শ্ব অভিনেতা : ও ইয়েং-সু (স্কুইড গেম)
  • মিনিসিরিজ বা টিভি ফিল্মে সেরা অভিনেত্রী : কেট উইন্সলেট (মেয়ার অফ ইস্টটাউন)
  • মিনিসিরিজ বা টিভি ফিল্মে সেরা অভিনেতা : মাইকেল কিটন (ডোপেসিক)