দেশ

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যে সুখবর, পাবেন ডবল বোনাসের সঙ্গে অতিরিক্ত বেতন!

গত কয়েকদিন আগেই মহার্ঘ ভাতা (ডিএ), ডিআর, এবং হাউস রেট অ্যালাউন্স (এইচআরএ) বাড়িয়েছে মোদী সরকার। এখানেই শেষ নয়, নতুন করে ফের একবার ডিএ বাড়তে চলেছে বলে গুঞ্জন শুরু হয়েছে। এই অবস্থায় ফের একবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যে বড়সড় স্বস্তির খবর। করোনা পরিস্থিতির কারণে ডিএ ঘোষণা হলেও এরিয়ার আটকে রয়েছে। সরকারি কর্মচারীদের সেই টাকা দেওয়া হয়নি। আর এই অবস্থায় আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যে স্বস্তির খবর শুনতে চলেছেন। আজকালের মধ্যেই ডোবল বোনাস পেতে পারেন সরকারি কর্মচারীরা। তবে বলে রাখা প্রয়োজন কেন্দ্রীয় সরকার একধাক্কায় ডিএ ২৮ শতাংশ করে দিয়েছে। যার কারনে বেড়েছে এইচআরএ। এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হয়েছেন। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকা অনুযায়ী, সরকার বেসিক বেতনের উপর হাউস রেন্ট অ্যালাউন্স এবং ডিএ বাড়ানোর কথা বলা হয়েছে। নিয়ম অনুযায়ী ২৫ শতাংশের বেশী ডিএ বেশী হলে হাউন্স রেন্টও বাড়ানোর কথা বলা হয়েছে। আর সেই কারনেই কেন্দ্রীয় সরকার এইচআরএ একধাক্কায় বাড়িয়ে ২৭ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, ১ লা জুলাই থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ কার্যকর করার সিদ্ধান্তের কথা জানিয়েছে মোদী সরকার। ২৮ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করা হয়েছে।