দেশ

পুরনো বিবাদের জেরে ঘরে ঢুকে এলোপাথারি গুলি, মৃত ৮ বছরের নাবালিকা

ঘরে ঢুকে ৮ বছরের নাবালিকাকে গুলিতে ঝাঁঝরা করে দিল এলাকার ৯ যুবক। শিউরে ওঠার মতো ঘটনা উত্তর প্রদেশের মেরঠে। শনিবার সন্ধেয় মেরঠের কান্দিনি নামের একটি গ্রামে ওই ঘটনা ঘটেছে। এদিন সন্ধেয় অস্ত্র নিয়ে ওই নাবালিকার বাড়িতে ঢুকে পড়ে ৯ যুবক। এরপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে। এতেই গুরুতর আহত হয় ওই আট বছরের নাবালিকা। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় তার। হামলাকারীদের ধরার জন্য ৩ জনের একটি টিম গঠন করেছে পুলিস। নাবালিকার দেহ পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে। খুনের মামলা রুজু করেছে পুলিস। স্থানীয়দের দাবি, ৯ জন হুড়মুড়িয়ে ঢুকে পড়ে ওই বাড়িতে। তারপর নির্বিচারে গুলি চালিয়ে দেয়। সেইসময় একটি গুলি এসে লাগে আফিয়া নামে ওই নাবালিকার শরীরে। গুলি চালিয়েই পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় আফিয়াকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিস সূত্রে খবর,  আফিয়ার দাদা সাহিলের সঙ্গে ২ বছর আগে ওই হামলাকারীদের একটি ঝামেলা হয়। সাহিলের সঙ্গে গোলমাল হয়ে মনসুর নামে একজনের সঙ্গে। সোস্যাল মিডিয়ায় একটি পোস্ট করা নিয়ে সমস্য়ার সূত্রপাত। এনিয়ে মামলা হয়। সেই মামলার রায় এখনও বের হয়নি। ঘটনার দিন সন্ধেয় সাহিল ও মনসুরের সঙ্গে ফের ঝগড়া হয়। গালিগালাজ করে দুপক্ষই। তার পরেই সন্ধেয় ৯ জন লোক নিয়ে সাহিলের বাড়িতে হামলা চালায়। সেইসময় রাতের খাবার খাচ্ছিল সাহিলরা। ঘরে ঢুকেই গুলি চালাতে শুরু করে ওই ৯ জন। ঘটনার কথা স্বীকার করেছেন মেরঠের পুলিস সুপার। তিনি জানান, দুই পরিবারের মধ্যে ঝগড়ার ফলেই এই ঘটনা। এনিয়ে পুলিস একটি এফআইআর করেছে। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।