দেশ

১২ সেপ্টেম্বর থেকে আরও ৮০টি স্পেশাল ট্রেন, টিকিট বুকিং শুরু ১০ তারিখ থেকে

নতুন ৪০ জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেল। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে যাত্রা। টিকিট কাটা যাবে ১০ সেপ্টেম্বর থেকে। শনিবারই এই ঘোষণা করেছেন রেলবোর্ডের নব নিযুক্ত সিইও বিনোদকুমার যাদব। করোনা পরিস্থিতির মধ্যেই দফায় দফায় ২৩০টি স্পেশাল ট্রেন চালানো শুরু করে রেল। এবার তার সঙ্গেই যুক্ত হতে চলেছে এই ৮০টি ট্রেন। এই ট্রেনগুলি নির্দিষ্ট টাইমটেবল মেনেই চলবে বলে রেলের পক্ষে জানানো হয়েছে। তবে টাইমটেবল অনুসারে সব স্টেশনে ট্রেন থামবে না। সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে কথা বলে ট্রেন কোন কোন স্টেশনে দাঁড়াবে তা ঠিক করা হবে বলে জানিয়েছেন ভারতীয় রেলের প্রথম সিইও বিনোদকুমার যাদব। উল্লেখ্য, দেশজুড়ে লকডাউন চালু হওয়ার সময়ে ২৫ মার্চ থেকেই যাবতীয় রেল পরিষেবা বন্ধ হয়ে যায়। মে মাসের ১ তারিখ থেকে ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরাতে চালু হয় শ্রমিক স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন। এর পরে প্রথমে ১৫ জোড়া ও পরে ১০০ জোড়া প্যাসেঞ্জার ট্রেন চালু হয়। এবার সেই সঙ্গেই নতুন ৮০টি ট্রেন যুক্ত হচ্ছে। এর পাশাপাশি কোনও রাজ্য পরীক্ষা বা অন্য কোনও কারণে স্পেশাল ট্রেন চাইলে তাও রেল চালাবে বলে জানিয়েছেন সিইও বিনোদকুমার যাদব। এখন দেশে আনলক চার পর্ব শুরু হয়ে গিয়েছে। এখন অনেক শ্রমিক‌ই ফের ভিন রাজ্যে কাজে যোগ দিতে যেতে চান। তাদের কথা মাথায় রেখেই এই নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত। রেল জানিয়েছে, যে ২৩০টি ট্রেন চলছে তাতে গড়ে ৭৫ শতাংশ যাত্রী হচ্ছিল। আনলক চার পর্বে সেটা বেড়ে ৮০ শতাংশ হয়েছে। সম্প্রতি বিহারে বিভিন্ন পরীক্ষার জন্য ২০ জোড়া স্পেশাল ট্রেন চালু করেছে রেল। ২ সেপ্টেম্বর শুরু হওয়া সেই পরিষেবা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।