পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস, খাদ্য সামগ্রীর দাম গত কয়েকদিন ধরে বেড়েই চলেছে দেশজুড়ে। মুদ্রাস্ফীতির ছোঁয়া এবার ওষুধের বাজারে। এবার দাম বাড়তে চলেছে ওষুধের। জানা গিয়েছে প্যারাসিটামল সহ প্রায় ৮০০ ওষুধের দাম বাড়তে চলেছে দেশে। জ্বর, হৃদরোগ, হাই ব্লাড প্রেশারের মতো অসুখে প্রয়োগ করা ওষুধের দাম একলাফে বাড়ছে ১০.৭ শতাংশ। করোনার পর থেকেই ওষুধের দাম বাড়ানোর দাবি করে আসছিল ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি। এবার সেই দাবি মেনে বেশ কিছু ওষুধের দাম ১০.৭ শতাংশ বৃদ্ধির অনুমতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, বেশ কিছু ওষুধ রয়েছে যেগুলির দাম নিয়ন্ত্রণ করা হয়। কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া সেই ওষুধগুলির দাম বৃদ্ধি করা হয় না। এক্ষেত্রে সেই ওষুধগুলির দাম বৃদ্ধি করার অনুমতি দেওয়া হয়েছে। যার জেরে এপ্রিল থেকেই খরচ বাড়বে সাধারণ মানুষের। সাধারণ মানুষের বাড়িতে ওষুধের স্টকে সাধারণত প্যারাসিটামল, পেইনকিলারের মতো প্রয়োজনীয় ওষুধ ও নানা অ্যান্টিবায়োটিক থাকে। এবার সেই ওষুধগুলির জন্য বেশি দাম দিতে হবে সাধারণ মানুষকে। আগামী ১ এপ্রিল থেকেই ওষুধের দাম বাড়তে চলেছে।