বিদেশ

রাশিয়ায় অবতরণের সময় ভেঙে পড়ল পণ্যবাহী বিমান, মৃত ৯

রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৯। বেলারুশের একটি পণ্যবাহী এএন-১২ বিমান পূর্ব রাশিয়ায় অবতরণ করতে যাওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে। গতকাল বেলারুশের বিমান পরিবহন সংস্থা ‘Grodno Avia-র পরিচালিত সোভিয়েত জমানায় নির্মিত একটি এএন-১২ বিমান পূর্ব সাইবেরিয়ার ইরকুটস্কের কাছে অবতরণের সময় ভেঙে পড়ে এবং তারপরই বিমানটিতে আগুন ধরে যায়। প্রথমদিকে বেলারুশ ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছিল, বিমানের ৭ জন যাত্রীই মার গিয়েছেন। পড়ে জানা যায়, মৃত্যু হয়েছে বিমানটিতে সওয়ার মোট ৯ যাত্রী। রুশ সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রথমবার অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয় বিমানটি। দ্বিতীয়বার অবতরণের সময়ই দুর্ঘটনা ঘটে। এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। বেলারুশিয়ান আধিকারিকরা জানিয়েছেন বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন বেলারুশীয়, দু’জন রাশিয়ান এবং দু’জন ইউক্রেনের নাগরিক রয়েছেন।