দেশ

বিহারে ট্রাক উলটে মৃত ৯ পরিযায়ী শ্রমিক

ফের দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী শ্রমিক। বিহারের ভাগলপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল ৯ জন পরিযায়ী শ্রমিকের। আহত বেশ কয়েকজন । চলছে উদ্ধারকাজ। আজ সকালে ভাগলপুরের নওগাছিয়ার কাছে শ্রমিকদের ট্রাকটিতে ধাক্কা মারে একটি বাস । ট্রাকটি ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে উলটে যায় । ঘটনাস্থানেই মৃত্যু হয় ৯ জনের । আহত হন বেশ কয়েকজন । আহত হন বাসের কয়েকজনও । সকলকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ।