দেশ

দীপাবলির মধ্যে হায়দরাবাদে বহুতলে আগুন, ঝলসে মৃত্যু ৯ জনের

দীপাবলির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। নিজামের শহরে একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল এক শিশু সহ ৯ জনের। জখম ২১।  মৃতদের মধ্যে চারজন মহিলা।  সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ হায়দরাবাদের বাজারঘাট এলাকার নামপল্লিতে একটি পাঁচতলা ভবনে আগুন লাগে। পুলিস ও স্থানীয়রা জানিয়েছেন, আবাসনের নীচতলায় একটি গ্যারেজে প্রথমে আগুন লাগে। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যে আগুনের লেলিহান শিখা আবাসনের চারতলা পর্যন্ত পৌঁছে যায়। আবাসনের বাসিন্দারা প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকেন। কয়েকজন বাসিন্দা বেরিয়ে আসতে পারলেও অন্তত ২১ জন ভিতরে আটকে পড়েন। আগুনে ঝলসে ঘটনাস্থলেই ছ’জনের মৃত্যু হয়। বাকি তিনজনের মৃত্যু হয় হাসপাতালে। সকাল ৯টা ৩৫ মিনিট নাগাদ দমকলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে চলে আসে। পুরসভার কর্মী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও পৌঁছন। আবাসনের জানালা দিয়ে আটক বাসিন্দাদের নীচে নামিয়ে আনেন দমকলকর্মীরা। অন্তত ২১ জনকে সংজ্ঞাহীন অবস্থায় ওসমানিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, আবাসনের নীচতলায় গ্যারেজে একটি গাড়ি সারাইয়ের কাজ চলছিল। তখন গাড়ি থেকে স্ফুলিঙ্গ বার হচ্ছিল। আগুনের সেই ফুলকি গ্যারেজে মজুত রাসায়নিকের ব্যারেলে পড়তেই বিপদের সূত্রপাত। মুহূর্তের মধ্যে গোটা আবাসন আগুনের গ্রাসে চলে যায়। যদিও ডিসিপি ভেঙ্কটেশ্বর রাও বলেন, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। হায়দরাবাদে আগুনে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।