দেশ

আজ থেকে দাম বাড়ল ৯০০টি অত্যাবশ্যকী ওষুধের, তালিকায় আছে হৃদরোগ-ডায়াবিটিস-ক্যান্সারের ওষুধও

১ এপ্রিল অর্থাৎ আজ থেকে বাড়ছে ৯০০ অত্যাবশ্যকীয় ওষুধের দাম। যার মধ্যে রয়েছে ডায়াবিটিস, ক্যানসার, হৃদরোগ, অ্যানিমিয়া, ডায়েরিয়ার ওষুধও। বাড়ছে অ্যাজিথ্রোমাইসিন, প্যারাসিটামলের দামও। মঙ্গলবার থেকে নয়া দাম কার্যকর হয়েছে। তবে শুধু যে ওষুধের দাম বেড়েছে, তা কিন্তু নয়। দাম বাড়ছে স্টেন্ট সহ হার্ট সার্জারির বিভিন্ন সামগ্রীরও। হোলসেল প্রাইস ইনডেক্সের সঙ্গে সামঞ্জস্য রেখে অত্যাবশ্যকীয় ৯০০ ওষুধের দাম এক ধাক্কায় ১.৭৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ)-র তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস (এমআরপি)-এর ঊর্ধ্বসীমা ঠিক করে দেওয়া হয়েছে। এনপিপিএর দাবি, কাঁচামালের দাম এবং জিএসটি যেভাবে বেড়েছে, তাতে ওষুধের মূল্যবৃদ্ধি ছাড়া আর কোনও পথ ছিল না।