দেশ

প্রজাতন্ত্র দিবসে দেশে পুলিস পদক পাচ্ছেন ৯৩৯ জন

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ৯৩৯ জনকে সম্মানিত করা হচ্ছে। এই ৯৩৯ জনের মধ্যে ১৮৯ জন বীরত্বের জন্য পুরস্কৃত হবেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রক পুরষ্কার প্রাপকদের তালিকা ঘোষণা করেছে। এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, যে ১৮৯ জন বীরত্বের জন্য পুলিস পদক পাবেন, তার মধ্যে ১৩৪ জন জম্বু ও কাশ্মীরের জঙ্গি দমনের ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিয়েছেন। ৪৭ জন উগ্রবামপন্থী প্রভাবিত এলাকায় সাহসী পদক্ষেপের জন্য সম্মানিত পাচ্ছেন। উত্তর-পূর্বাঞ্চলেও একই কারণের জন্য পুরস্কৃত হবেন একজন। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সাহসিকতার জন্য পুলিস পদক পাচ্ছেন ১১৫ জন। এই বছর এই সংখ্যা সর্বাধিক। পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন সিআরপিএফের ৩০ জন, ছত্তিশগড় পুলিসের ১০ জন, ওড়িশা পুলিসের ৯ জন এবং মহারাষ্ট্র পুলিসের ৭ জন।