বিজেপি-র মিছিল থেকে উদ্ধার হওয়া পিস্তলটি বেআইনি। জানাল পুলিশ। নাইন এমএম পিস্তলটির লাইসেন্স এ রাজ্যের নয়। জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার। বৃহস্পতিবার হাওড়ায় যখন বিজেপি-র যুবমোর্চার মিছিল চলছিল, সেই সময়ে কর্তব্যরত পুলিশের নজরে আসে বলবিন্দর সিং-এর কাছে পিস্তল রয়েছে। সঙ্গে সঙ্গেই পুলিশ পিস্তলটি নিয়ে নেয়। জানা গেছে, ২০০৯ সালের জানুয়ারি মাসে রাজৌরি জেলা থেকে এই পিস্তলের লাইসেন্স ইস্যু করা হয়। এবং লাইসেন্সে বলা রয়েছে, শুধুমাত্র ওই জেলাতেই ব্যবহার করা যাবে, তার বাইরে ব্যবহার করলেই তা বেআইনি। পিস্তলটির ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর হল ২৮৫৩৯১০০১৪৮৬৩৫২০১৮। অস্ত্র উদ্ধারের পর বিজেপি-র বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ জানান, যাঁর কাছ থেকে পিস্তল উদ্ধার হয়েছে, তিনি বিজেপি-র যুব মোর্চার নেতা প্রিয়ঙ্কর পান্ডের দেহরক্ষী। এই পিস্তল উদ্ধার নিয়েই প্রশ্ন উঠেছে। কোনও রাজনৈতিক মিছিলে বেআইনি পিস্তল নিয়ে কোনও নেতার দেহরক্ষী আসতে পারেন কিনা। জমায়েতে আগ্নেয়াস্ত্র নিয়ে আসাও বেআইনি। তার ওপর পিস্তলের লাইসেন্স জম্মু-কাশ্মীরের। সেই পিস্তল এ রাজ্যে কীভাবে ব্যবহার করা হচ্ছে ১০ বছরের বেশি সময় ধরে, তা দেখছে পুলিশ।