দেশ

বাড়াচ্ছে উদ্বেগ! উত্তরপ্রদেশের কানপুরে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৬

উত্তরপ্রদেশে ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে জিকা ভাইরাস। উত্তরপ্রদেশের কানপুরে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৬। গত ২৩ অক্টোবর এক বায়ুসেনা কর্মীর প্রথম জিকা ভাইরাসে আক্রান্তের হদিশ মেলে। কানপুরের স্বাস্থ্য আধিকারিক জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ৪৫ জন পুরুষ ও ২১ জন মহিলা। আক্রান্তদের মধ্যে গর্ভবতী মহিলাও রয়েছেন। এদিন কানপুরের জেলা ম্যাজিস্ট্রেট বিশাক জি আয়ার বলেন, আরও ৩০ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আইএএফ স্টেশন হ্যাঙ্গারগুলির পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন পকেট থেকে নমুনাগুলি সংগ্রহ করে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির (কেজিএমইউ) ল্যাবে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ৩০ জনের জিকা ভাইরাস টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। তিনি জানান, জিকা একটি মশাবাহিত ভাইরাস। মশার হাত থেকে রক্ষা পাওয়াই এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায়। এই রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য জায়গায় জায়গায় অ্যান্টি-লার্ভা স্প্রে করা হচ্ছে। এছাড়াও রোগী শনাক্তকরণ ও স্যানিটাইজেশন প্রক্রিয়া চলছে।