কলকাতা

‘লজ্জা না পেয়ে দল ছেড়ে দিন’, তথাগত রায়কে আক্রমণ দিলীপ ঘোষের

বিধানসভা ভোটের ফলাফল বেরোনর পর থেকেই দলীয় নেতৃত্বকে আক্রমণ করেছেন তথাগত রায় । কখনও কৈলাস, কখনও সেলিব্রেটি প্রার্থী। আবার কখনও দিলীপ ঘোষকে নিশানা করেছেন তিনি। এবার সেই তথাগত রায়কে পাল্টা দিলেন  রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। লজ্জা লাগলে সরাসরি দল ছাড়ার পরামর্শ দিলেন তিনি।  শনিবার বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি বলেন, “কতদিন আর লজ্জা পাবেন, দল ছেড়ে দিন। দল যাঁদের সবচেয়ে বেশি দিয়েছে। তাঁরাই দলের সলবচেয়ে বেশি ক্ষতি করে। আমাদের দুর্ভাগ্য এটা।” যদিও এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কোর্টে বল ঠেলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “এই মুহূর্তে তথাগত রায় কোনও দায়িত্বে নেই। শেষ পর্যন্ত উনি কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য ছিলেন। তাই ওনাকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রীয় নেতৃত্ব নেবে।”  রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির আক্রমণকে গুরুত্ব দিতে নারাজ তথাগত রায় । তিনি বলেন, “ওঁর বক্তব্যের উত্তর দেওয়ার প্রয়োজন করছি না।”