দেশ

বাদাম, সয়াবিন এবং সূর্যমুখী তেলের দাম কমেছে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত, কমেনি সরষের তেলের দাম

অনেকটা দাম কমল ভোজ্য তেলের। ভাইফোঁটার আগের দিনই কেন্দ্র একাধিক ভোজ্য তেলের উপর বেসিক ডিউটি বা সাধারণ শুল্ক প্রত্যাহার করেছে। তাই বাজারে কমেছে তেলের দাম, জানালেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক।  কেন্দ্র জানিয়েছে, উৎসবের মরশুমে  বাজারে বাদাম তেল, সয়াবিন তেল এবং সূর্যমুখী তেলের দাম কমেছে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত। তবে কমেনি সরষের তেলে দাম। কয়েকদিন আগেই উৎসবের মরশুমের কথা মাথায় রেখে বিভিন্ন ভোজ্য তেল বিক্রয়কারী সংস্থাকে দাম কমাতে অনুরোধ করেছিল কেন্দ্র। যার প্রেক্ষিতে ভোজ্য তেলগুলির সংগঠন সলভেন্ট এক্সট্র্যাক্টর অ্যাসোসিয়েশন তথা এসইএ ভোজ্য তেলগুলির দাম প্রতি কেজিতে ৩ থেকে ৫ টাকা কমিয়ে দেয়।  তবে তেল বিক্রয়কারী সংস্থাগুলির একাধিক সংগঠন জানিয়েছে, করের বোঝা সরিয়ে ভোজ্য তেলের দাম বেশি কমানো সম্ভব নয়। এরপরই কেন্দ্র একাধিক অশোধিত তেলের উপর বেসিক ডিউটি বা সাধারণ শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে। আগে শুল্ক মূল্য লাগত আড়াই শতাংশ। এখন তা শূন্য।