ফের বিতর্কিত টুইট তথাগতর ৷ লিখেছেন, আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি ৷ তবে পুরভোটের ফলাফলের অপেক্ষায় থাকবেন বলে জানিয়েছেন তিনি ৷ তথাগতর এই টুইট ঘিরেই ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ তিনি কি বিজেপিকে আপাতত বিদায় দিচ্ছেন নাকি, রাজ্য থেকে বিজেপির বিদায় বলে ইঙ্গিত দিতে চেয়েছেন ৷ যদিও এনিয়ে তথাগত খোলসা করে কিছু বলেননি ৷ শনিবার সকালে তথাগত টুইটে লেখেন, “কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য আমি টুইটগুলো করছিলাম না । দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম । এবার ফলেন পরিচীয়তে । পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব । আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি !”
কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য
আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম।
এবার ফলেন পরিচীয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব।
আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি !— Tathagata Roy (@tathagata2) November 20, 2021