জেলা

বিজেপির জাতীয় মুখপাত্র হলেন ভারতী ঘোষ

 ভারতী ঘোষকে জাতীয় মুখপাত্র করল বিজেপি ৷ রবিবার বিজেপির তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ এদিন জাতীয় মহাসচিব অরুণ সিংয়ের সই করা একটি বিবৃতি প্রকাশ করেছে বিজেপি ৷ সেখানে জানানো হয়েছে যে, দলের জাতীয় স্তরে সংগঠনে নতুন পাঁচজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে ৷ সেই পাঁচজনের মধ্যেই নাম রয়েছে ভারতী ঘোষের ৷ তিনি ছাড়াও শাহজাদ পুনাওয়ালাকে জাতীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ আর মহারাষ্ট্রের বিনোদ তাওড়েকে জাতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে ৷ বিহার থেকে ঋতুরাজ সিনহা ও ঝাড়খণ্ড থেকে আশা লাকড়াকে জাতীয় সম্পাদক করা হয়েছে ৷   উল্লেখ্য, প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে স্নাতক হন। তাঁর কর্মজীবন শুরু করেছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগে (সিআইডি)। তিনি ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন। পরবর্তী সময়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে প্রার্থী হিসাবে তাঁর নাম মনোনীত করে বিজেপি। ২০২১ সালে বিধানসভা ভোটে তিনি ডেবরা কেন্দ্র থেকে প্রার্থী হন। এই কেন্দ্র থেকে তিনি আরেক আইপিএস অফিসার তৃণমূলের, হুমায়ুন কবীরের কাছে হেরে যান। ভারতী ঘোষের বিরুদ্ধে সোনাপাচার-সহ বিভিন্ন ঘটনায় রয়েছে অন্তত ৩০টি অভিযোগ রয়েছে। তার যে কোনওটিতে যে কোনও সময় তাঁকে গ্রেফতার করতে পারে পুলিশ। ভোটের আগে এমন এক পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট থেকে বড় স্বস্তি পেয়েছিলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। তাঁর গ্রেফতারির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। ভোটযুদ্ধে নামার আগেই ভারতীর গলায় কাঁটা হয়ে ছিল সেই গ্রেফতারির সম্ভাবনা। সেই সম্ভাবনা দূর করে সুপ্রিম কোর্টের নির্দেশ। এক সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জঙ্গলমহলের মা’ বলে ডেকে শোরগোল ফেলেছিলেন ভারতী। সেই তিনিই যখন বিজেপি-তে যোগ দেন, তা রীতিমতো সাড়া ফেলেছিল বঙ্গ রাজনীতিতে।