কলকাতা

আগামীকাল দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আগামীকাল ফের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর ৩টে নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। চার দিনের এই রাজধানী সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিএসএফ-এর এলাকা বৃদ্ধির প্রসঙ্গ উঠে আসতে পারে এই বৈঠকে। সরাসরি এই বিষয়ে আপত্তির বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ওই বৈঠকে রাজ্যের আর্থিক পাওনা নিয়ে আলোচনা হতে পারে। ২০২০-২১ অর্থবর্ষে জিএসটি বাবদ ২০০০ কোটি টাকা প্রাপ্য বাংলার। পাশাপাশি আমফান, ইয়াস ইত্যাদি মোকাবিলা বাবদ ৩২ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। এছাড়াও বিভিন্ন প্রকল্প আবাস যোজনা, সড়ক যোজনা, ন্যাশনাল হেলথ মিশন, জল জীবন মিশন-সহ একগুচ্ছ প্রকল্পের টাকা বকেয়া রয়েছে রাজ্যের‌। সেই টাকা মেটানোর জন্যও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে পারেন মুখ্যমন্ত্রী। এরই সঙ্গে দিল্লি সফরে আরও একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, বিভিন্ন বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।