টিকার দুটো ডোজ নেওয়া৷ তা সত্ত্বেও বিয়ের আগে পাত্রীর করোনা রিপোর্ট এল পজিটিভ৷ প্রশাসনের নির্দেশে পূর্ব বর্ধমানের ভাতারের ওই তরুণীর বিয়ে যায় ভেস্তে৷ জানা গেছে, ওই তরুণীর করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিল৷ কিন্তু এর পরেও মেয়ের বাড়ি থেকে বিয়ের প্রস্তুতি চালিয়ে যাওয়া হচ্ছিল৷ তাই রাতে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে তরুণীর বাড়ি গিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দিয়ে আসেন বিডিও অরুণ কুমার৷ এদিকে প্রশাসনের নির্দেশে ফাঁপড়ে পড়ে মেয়ের পরিবার৷ বিয়ের সব আয়োজনই তাঁদের সাড়া হয়ে গিয়েছিল৷ আচমকা এভাবে বিয়ে বন্ধের নির্দেশে এখন চরম হতাশায় ভুগছে মেয়ের পরিবার৷ তরুণী জানিয়েছেন, বিয়ের আগে করোনার দুটি ভ্যাকসিনই তাঁর নেওয়া হয়ে গিয়েছিল৷ তার পরেও করোনা রিপোর্ট পজিটিভ আসায় তিনি বিস্মিত হন৷ পুরোপুরি নিশ্চিত হতে তিনি আবার করোনা পরীক্ষা করিয়েছিলেন৷ বছর ২৬-এর ওই তরুণী বলেন, ‘মঙ্গলবার দাঁতের স্কেলিং করাতে বর্ধমানের ডেন্টাল হাসপাতালে গিয়েছিলাম৷ সেখানে আমার করোনা পরীক্ষা হয়েছিল৷ পরে জানতে পারি রিপোর্ট পজিটিভ এসেছে৷ কিন্তু আমার কোনও উপসর্গই ছিল না৷ তার উপর টিকার দুটো ডোজ নেওয়া হয়ে গিয়েছিল৷ তাই রিপোর্ট দেখে ধন্দে পড়ে গেছি।