দেশ

তেলাঙ্গানার আবাসিক স্কুলের ২৭ পড়ুয়া করোনায় আক্রান্ত, আপাতত স্কুল বন্ধ রাখার আবেদন অভিভাবকদের

তেলাঙ্গানার খাম্মাম জেলার ওয়ারা আবাসিক স্কুলের ২৭ জন পড়ুয়া করোনা আক্রান্ত ৷ ওয়ারা গুরুকুল স্কুল ওই ২৭ জন ছাত্রীর সম্প্রতি করোনা পরীক্ষা হয় ৷ তাদের সেই রিপোর্ট পজিটিভ এসেছে ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে ওই স্কুলের এক ছাত্রী অসুস্থ হয়ে বাড়ি যায় ৷ পরবর্তী সময়ে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷ এই ঘটনার পরেই স্কুলের প্রিন্সিপাল সিদ্ধান্ত নেন, স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মী সহ ওই ক্লাসের সকল পড়ুয়ার করোনা পরীক্ষা করানো হবে ৷ কিন্তু স্বাস্থ্য দফতর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, গোটা স্কুলের সব পড়ুয়া এবং শিক্ষক ও অশিক্ষক কর্মীদের আরটিপিসিআর করানো হবে ৷ সেই গণপরীক্ষার পরেই ২৭ জন ছাত্রীর করোনার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ স্বাস্থ্যকর্মীদের তরফে জানানো হয়েছে, প্রথম ধাপে ১৩ জন পড়ুয়ার রিপোর্ট পজিটিভ আসে ৷ এরপর দ্বিতীয় ধাপে আরও ১৪ পড়ুয়া করোনা পজিটিভ ধরা পড়ে৷ এই ঘটনার পরেই করোনা আক্রান্ত সকল পড়ুয়াকে বাড়িতে পাঠানো হয়েছে ৷ সেই সঙ্গে তাদের বাড়ির সদস্যদেরও করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে খাম্মামের স্বাস্থ্য দফতর ৷ পাশাপাশি, পুরো বিষয়টি জানতে পেরে ওই আবাসিক স্কুলের সকল পড়ুয়াকে বাড়ি পাঠানোর জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন অন্যান্য পড়ুয়াদের অভিভাবকরা ৷ সেই সঙ্গে আপাতত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখার আবেদনও জানানো হয়েছে ৷

প্রতীকী ছবি।