৪ দিনের সফরে দিল্লিতে উড়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার রওনা দেওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে ত্রিপুরায় সায়নী ঘোষের গ্রেপ্তারির তীব্র নিন্দা করলেন তিনি। মমতার কথায়, “বিজেপি শাসিত রাজ্যগুলির গণতন্ত্রের কঙ্কাল বেরিয়ে পড়ছে। অত্যাচারের পর অত্যাচার চলছে। বিজেপিশাসিত রাজ্যে ভোট হয় না।” একই সঙ্গে তাঁর প্রশ্ন, “এখন মানবাধিকার কমিশন কোথায় গেল?” এদিন দিল্লি পৌঁছেই সেই ধরনা স্থলে যাবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ তবে মমতা জানিয়েছেন, তিনি ধরনায় যোগ দেবেন না, দলীয় সাংসদদের সঙ্গে গিয়ে দেখা করবেন ৷ ত্রিপুরায় তৃণমূল নেতা-কর্মীদের উপর হামলা ও গ্রেপ্তারির বিষয়টি প্রধানমন্ত্রী নজরে আনবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সে কথা জানালেন নিজেই। পাশাপাশি তিনি বললেন, “ত্রিপুরায় বারবার আক্রান্ত হচ্ছে তৃণমূল। সায়নীর মতো শিল্পীকেও ছাড়ল না। থানাতেও হামলা চালিয়েছে বিজেপি। আমার সঙ্গে ফোনে কথা হয়েছে।”