আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরনিগমে ভোট নিয়ে সোমবার সর্বদল বৈঠক ডেকেছিল রাজ্য় নির্বাচন কমিশন। প্রত্যাশা মতোই বিজেপি সহ বিরোধীরা রাজ্য়ের সমস্ত পুরভোট দাবি করে। পাশাপাশি বিরোধীরা হাওড়া পুরসভায় নতুন করে ডিলিমিটেশনের দাবি তুলেছে। তবে শাসকদল তৃণমূল জানিয়ে দিয়েছে, রাজ্য সরকার সবরকম সহযোগিতা করবে। এদিন সর্বদল বৈঠকে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ ১০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। তৃণমূলের তরফে বৈঠকে যোগ দিয়েছিলেন তাপস রায়, দেবাশিস কুমার। পাশাপাশি বিজেপির অর্জুন সিংহ, সিপিএমের রবীন দেব, কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায়ের মতো নেতারা ছিলেন সর্বদল বৈঠকে। পরে কমিশের তরফে জানানো হয়েছে, পুরভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। ইভিএম, এমসিসির প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। পুরভোটের প্রচারের সময়সীমা নিয়ে কমিশন জানিয়ে দেয় প্রচার করা যাবে সকাল ১০টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত। ভোটের ৭২ ঘণ্টা আগেই প্রচার শেষ করতে হবে। ভোট গ্রহণ হবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। হাওড়া নিয়ে কমিশনের বক্তব্য, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও জানানো হয়েছে হাওড়ায় এম ওয়ান এবং কলকাতায় এম টু ইভিএমে ভোটগ্রহন হবে।