কলকাতা বিবিধ

অনীহা! করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন না প্রায় ১৮ লক্ষ রাজ্যবাসী

আজকাল করোনা ভাইরাসকে নিতান্তই হাল্কাভাবে দেখছে মানুষরা!  অনেকের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে, করোনাকে জয় করে ফেলেছেন তারা ৷ উধাও হচ্ছে মাস্ক, শিকেয় উঠছে দূরত্ববিধি ৷ এমনই ছবি দেখে যাচ্ছে রাস্তা ঘাটে।  টিকার দ্বিতীয় ডোজ নেওয়ায় মানুষের অনীহা লক্ষ্য করা গিয়েছে ৷ সম্প্রতি স্বাস্থ্য দফতরের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, রাজ্যের প্রায় ১৮ লক্ষ মানুষ করোনার দ্বিতীয় টিকা নিতে স্বাস্থ্যকেন্দ্রে যাননি ৷ কারণ হিসেবে কেউ বলছেন, প্রথম ডোজ নেওয়ার পর তিনি সংক্রমিত হয়েছেন, কারও কথায় তিনি কাজে যোগ দিতে অন্য রাজ্যে চলে গিয়েছেন ৷ আবার কারও পরিবারের থেকে বলা হচ্ছে, যাঁর দ্বিতীয় ডোজ নেওয়ার কথা তিনি প্রয়াত হয়েছেন ৷ ২৩টি জেলায় সমীক্ষা চালিয়েছিল স্বাস্থ্য দফতর ৷ দেখা গিয়েছে কোভ্যাকসিন ও কোভিশিল্ড উভয় ক্ষেত্রেই দ্বিতীয় ডোজ নিতে যাননি বহু মানুষ ৷ এক শীর্ষ আধিকারিকের কথায়, “প্রায় ১৮ লক্ষ মানুষ টিকার দ্বিতীয় ডোজ নিতে হাজির হননি ৷ এটা খুবই উদ্বেগের ৷” এই তালিকায় সবার উপরে রয়েছে হুগলি ৷ সেখানে ১,৪০,৪০৩ জন টিকার দ্বিতীয় ডোজ নেননি ৷ তালিকায় সবার নিচে উত্তরের রাজ্য কালিম্পং ৷ সেখানে দ্বিতীয় ডোজ নেননি ১১,৭৪৬ জন ৷ এক আধিকারিকের কথায়, “দ্বিতীয় ডোজের আগেই অনেকে মারা গিয়েছেন ৷ অনেকে আবার প্রথম ডোজ নেওয়ার পর ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ সেই কারণে তাঁরা দ্বিতীয় ডোজ নিতে পারেননি ৷”