ত্রিপুরাতে তৃণমূলের শক্তিবৃদ্ধি হতেই চাপে পড়ে যায় বিপ্লব দেব। বিজেপির অন্দরেই শুরু হয়ে যায় গোষ্ঠীকোন্দল। প্রকাশ্যে নাম না করেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। মঙ্গলবারই সাংবাদিক সম্মেলনে সুদীপ রায় বর্মন বিস্ফোরক অভিযোগ করে বলেন, ‘সুষ্ঠু ভাবে নির্বাচন হলে এই লাঠি-বোমার প্রয়োজন হত না। এখানে সরকার শিশুসুলভ আচরণ করছে। অবিলম্বে ঠিক পথে হাঁটা উচিত। আমরা শত্রু চিনতে ভুল করছি। মানুষকে ভোট না দিতে দেওয়ার ফল মারাত্মক হতে পারে। এখানে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। আমি দলের ভালোর জন্যই বলছি। যারা দল ছেড়ে চলে গিয়েছেন তাঁদের অবিলম্বে ফেরানো উচিত।’ পুরভোট নিয়েও দলের বিরুদ্ধে সুদীপের মুখ খোলা নিয়ে অস্বস্তিতে পড়ল বিপ্লবের সরকার। কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক জীবন শুরু করলেও মাঝে তৃণমূল নেতা মুকুল রায় ঘনিষ্ঠ হন সুদীপ রায় বর্মন। শোনা যায় বিজেপিতে আসার আগে তৃণমূলে সুদীপের যোগের সম্ভাবনা তৈরি হয়। কিন্তু মুকুল রায় বিজেপিতে যাওয়ায় আর তৃণমূলের পথে পা বাড়াননি সুদীপ। এদিকে ত্রিপুরায় ক্রমশ শক্তিবৃদ্ধি পাওয়ায় বেশ কিছুদিন ধরেই বিপ্লব দেব ও সেখানকার বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ খুলে বিস্ফোরক মন্তব্য করেন সুদীপ রায় বর্মন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে সুদীপ এও জানিয়েছেন, ‘সিপিএম-এর আমলের গুন্ডারাই এখন সন্ত্রাস করছে। সিপিএমের গুণ্ডারা এখন বিজেপিতে। গুন্ডারা দলে আসায় বিজেপির নাম দুর্নাম হচ্ছে। যাঁরা রাগ-অভিমান কে দল ছেড়েছেন তাঁদের ফেরানো দরকার। তার বদলে তাঁদের দূরে সরিয়ে দেওয়া হচ্ছে।’