কলকাতা

আগামী ১৯ ডিসেম্বরই কলকাতায় পৌরভোট, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন

কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন । আজ দশটায় বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বরই হতে চলেছে কলকাতা পুরভোট। যেহেতু হাওড়ার ক্ষেত্রে রাজ্যপাল বালি পৌরসভাকে আলাদা করার বিল ঝুলিয়ে রেখেছেন, তাই আপাতত হাওড়ার নির্বাচন স্থগিত রাখা হয়েছে। আজ সকালে শুধুমাত্র কলকাতা পৌর নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠায় পৌর এবং নগরোয়ন্নন দফতর । এর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনা ডিএম এই পৌর নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেন । একইসঙ্গে রাজ্য সরকারের সুপারিশ মেনে নির্বাচন কমিশনও এই বিজ্ঞপ্তি জারি করে । আজ দুপুর ১২ টা নাগাদ রাজ্য সরকারের ঘোষিত দিনক্ষণ সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেবেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস । এদিন ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর হতে চলেছে কলকাতা পৌরসভার ভোট। ২২ তারিখের মধ্যে শেষ হবে ভোটের ফলাফল ঘোষণা। অর্থাৎ গণনার তারিখ এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি কমিশনের তরফে।এই পুরসভা নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এছাড়াও সার্বিক করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সন্ধ্যা ৭টা থেকে পরের দিন সকাল ১০টা পর্যন্ত কোনও বড় মিটিং মিছিলের আয়োজন করা যাবে না। ছোট মিটিং -মিছিলে জোর দেওয়ার কথা বলা হয়েছে। যাতে কোনও নিয়ম ভঙ্গ না করা হয়, সেজন্য সার্বিক পরিস্থিতির উপর নজরদারি চালাবে জেলাশাসক এবং পুলিশ। কমিশন আরও জানিয়েছে, প্রার্থীদের মনোনয়ন পেশের সময় দুজন করে সঙ্গী থাকতে পারবেন। বাড়ি বাড়ি প্রচারে যেতে পারবেন সর্বোচ্চ ৫ জন।

ভোট- ১৯ ডিসেম্বর
ভোটগ্রহণ সময় –সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কবে ভোটগ্রহণ
মনোনয়ন জমা দেওয়ার তারিখ- আজ থেকে জমা দেওয়া যাবে মনোনয়ন। শেষ তারিখ ১ ডিসেম্বর
মনোনয়ন স্ক্রুটিনি- ২ ডিসেম্বর
মনোনয়ন প্রতাহারের শেষ তারিখ-  ৪ ডিসেম্বর
২২ তারিখের মধ্যে শেষ হবে ভোটের ফলাফল ঘোষণা। অর্থাৎ গণনার তারিখ এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি কমিশনের তরফে।
মূল পোলিং বুথের সংখ্যা ৪৭৪২টি
অক্সিলিয়ারি বুথের সংখ্যা ৩৮৫টি
ভোট হবে- ১৪৪টি ওয়ার্ডে
ভোটার সংখ্যা- ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫২
ভোটে কত পুলিশ ব্যবহার করা হবে সেই বিষয়ে কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা করা হবে।

প্রসঙ্গত, হাওড়া পুরনিগম সংশোধনী বিল বিধানসভায় পাশ হলেও তাতে সই করেননি রাজ্যপাল। ফলে হাওড়া পুরসভার নির্বাচনে বিজ্ঞপ্তি জারি সম্ভব হয়নি। উল্লেখ্য, পুরনির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি একটি টুইটে লেখেন, ‘রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। রাজ্য নির্বাচন কমিশনও জাতীয় নির্বাচন কমিশনের সমতূল্য। তাই তাদের নিরপেক্ষ এবং স্বাধীন থাকতে হবে।’ পাশাপাশি কেন শুধুমাত্র দুটি পুরসভার নির্বাচন হবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অর্থাৎ কবে হবে হাওড়া পুরনির্বাচন, তা এখনও স্পষ্ট নয়।