কলকাতা

বিএসএফের সীমানা বৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

বিএসএফের সীমানা বৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। কেন্দ্রীয় সরকারের বিএসএফের সীমানা বৃদ্ধির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী। এর ফলে ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে । ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা রক্ষী বাহিনী বিএসএফ-এর ক্ষমতা ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে মূলত রাজ্যের ক্ষমতাকে খর্ব করা হয়েছে, এই অভিযোগ জানিয়েছেন মামলাকারী । ডিরেক্টর জেনারেল অফ বর্ডার সিকিউরিটি ফোর্সকে মামলার ব্যাপারে ওয়াকিবহাল করানোর নির্দেশ দিলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ । আগামী শুনানির দিন ১৪ ডিসেম্বর ।