এবার হরিয়ানার দায়িত্বভার সামলাতে দায়িত্ব দেওয়া হল রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে। বৃহস্পতিবার রাতে দলের তরফে প্রেস বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা ওই প্রেস বিবৃতিতে লেখা হয়েছে, হরিয়ানার ইন-চার্জ হিসেবে রাজ্যসভার সাংসদ এবং ডেপুটি লিডার সুখেন্দু শেখর রায়কে দায়িত্বে বসানো হল৷ উল্লেখ্য, ২০১১ সালে রাজ্যসভার সদস্য হল সুখেন্দু শেখর রায়। বর্তমানে তিনি একজন দলের রাজ্যসভার উপদলনেতাও। ২০২৪-য়ের লোকসভা ভোটের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গের বাইরে দলের সংগঠন বিস্তারে মন দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চলতি সপ্তাহে দিল্লি সফরে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো, সেখান থেকেই তিনি জানিয়েছেন হরিয়ানার কথা। এবার সেই রাজ্যের ইনচার্জ হলেন সুখেন্দু শেখর রায়। গত মঙ্গলবারই রাহুল গান্ধী ঘনিষ্ঠ হরিয়ানার প্রাক্তন কংগ্রেস নেতা অশোক তনওয়ার যোগ দেন তৃণমূলে। হরিয়ানায় সংগঠন তৈরি ও দলীয় প্রচারের দায়িত্ব অশোক তানওয়ারের কাঁধেই দিয়েছিলেন মমতা। বলেছিলেন, ‘আমি ওকে বলেছি, এখন থেকেই কাজ শুরু করে দাও। আমাকে ডাকলে আমিও যাব।’ তাই এবার ওই রাজ্যের দলের সাংগঠনিক কাজকর্ম দেখভালের জন্য সুখেন্দু শেখরকে বেছে নেওয়া হয়েছে৷