অবিলম্বে গ্রেফতার করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আশিস মিশ্রকে। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে কেন্দ্রকে এমনিই বার্তা দিলেন কৃষকে নেতা রাকেশ টিকায়েত। পাশাপাশি দাবি তুললেন ফসলের ন্যূনতম সহায়কমূল্য বৃদ্ধির। দাবি মানা না হলে ফের আন্দোলন হবে বলেও কেন্দ্রকে তিনি হুমকি দিয়েছেন। রবিবার মুম্বইতে কিষাণ মহাপঞ্চায়েত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রাকেশ নেতা টিকায়েত বলেন, ‘লখিমপুরের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশিস মিশ্রকে আড়াল করতে চাইছে সরকার। কিন্তু আমরা ওনার গ্রেফতার চাই। ঘটনার পর থেকে আমরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গ্রেফতারের দাবি জানিয়ে এসেছি। কিন্তু সরকার সেই দাবি মানতে অস্বীকার করছে।‘ সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘সরকারের কাছে আমাদের দাবি ছিল, ফসলের নির্ধারিত সহায়ক মূল্যবৃদ্ধির। কিন্তু সরকার এই ব্যাপারে এখনও আশ্বাস দেয়নি। অবিলম্বে দাবি মানা না হলে আমরা ফের আন্দোলনের রাস্তায় নামতে বাধ্য হব।’ কৃষকনেতা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি যখন গুজরাতের মুখ্যমন্ত্রী, সেই সময় তিনি এবং তাঁর দল ফসলের সহায়কমূল্য বৃদ্ধির জন্য তৎকালীন কেন্দ্র আসীন শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছিল। কিন্তু ক্ষমতায় আসীন হয়ে তিনি এবং তাঁর দল অন্নদাতাদের কথা ভুলে গেলেন। সরকার যদি মনে করে তিন কৃষি আইন প্রত্যাহার করলেই আমারা আর আন্দোলনের পথ থেকে সরে আসব, তাহলে সেটা ভুল। দাবি মানা না হলে পথে নামতে আমরা দ্বিধা করব না। আসন্ন সাধারণতন্ত্র দিবসে আমরা বড়ো ধরনের আন্দোলনে নামব।’