কলকাতা পৌরনির্বাচনের প্রার্থীতালিকা নিয়ে অসন্তোষ ছড়াল কংগ্রেসের অন্দরে ৷ ঘোষিত প্রার্থীতালিকার প্রতিবাদ জানিয়ে বিধান ভবনের সামনে বিক্ষোভ দেখান দলেরই কর্মীরা ৷ এমনকী, বিধান ভবনের ফটকে তালাও ঝুলিয়ে দেন তাঁরা ! তাঁদের অভিযোগ, ভোটের টিকিট বণ্টনে দুর্নীতি হয়েছে ৷ কংগ্রেস কর্মীদের একাংশ নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে রবিবার বিধানভবনে প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে হানা দিয়েছিলেন। তাঁদের অভিযোগ, পুরনোদের প্রাধান্য না দিয়ে নতুনদের টিকিট দেওয়া হচ্ছে। সূত্রের খবর, বিক্ষোভের এক পর্যায়ে বিধানভবনে তালাও ঝুলিয়ে দিয়েছিলেন বিক্ষুদ্ধ কংগ্রেস কর্মীরা। এমনকী দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার সময়ও তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। যদিও প্রদেশ নেতৃত্ব কর্মীদের এই বিক্ষোভকে আমল দেয়নি। রবিবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস ভবনে মূলত ১৪০ নম্বর ওয়ার্ডের কর্মীরা এসে বিক্ষোভ দেখান বলে জানা গিয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, স্থানীয় নেতৃত্বের তরফে তিনটি নাম পাঠানো হয়েছিল শীর্ষ নেতৃত্বের কাছে। তা অগ্রাহ্য করে অন্য একজনকে প্রার্থী করা হয়েছে। যিনি ওই ওয়ার্ডের বাসিন্দাও নন। যদিও প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে জানায়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দলে সিদ্ধান্ত নেওয়া হয়। স্বজনপোষণের অভিযোগও নস্যাৎ করা হয়েছে।