সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগেই বিরোধী ঐক্যে ফাটল। অধিবেশন শুরুর আগে কংগ্রেসের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে থাকছে না তৃণমূল৷ সম্প্রতি বেশ কয়েকজন কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দেওয়ার পর দুই দলের সম্পর্ক ধাক্কা খায় ৷ এরপরই তৃণমূলের গরহাজিরা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তবে বিষয়টিকে হালকা করে কংগ্রেস দাবি করেছে, নিজেদের বৈঠক থাকার কারণেই বিরোধী দলগুলির বৈঠকে যোগ দিতে পারছে না তৃণমূল ৷ এদিকে, কংগ্রেসের ডাকা বৈঠকে থাকছেন না এনসিপি প্রধান শরদ পাওয়ারও ৷ তিনি খাড়গেকে ফোন করে জানিয়েছেন, শিবসেনা নেতা সঞ্জয় রাউতের পরিবারে একজনের বিয়ে থাকায় বৈঠকে যেতে পারবেন না ৷ দিল্লি সফরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কারণ জানতে হলে তিনি বলেন, দিল্লি এলেই দেখা করতে হবে তার কোনও বাধ্যবাধকতা রয়েছে ? কংগ্রেসের সঙ্গে ফাটলটা স্পষ্ট হয়েছিল তখনই ৷ এবার শীতকালীন অধিবেশনের আগে কংগ্রেসের ডাকা বৈঠক থেকে সরে দাঁড়াল তৃণমূল কংগ্রেস ৷এ বারের অধিবেশনে কোন বিষয়গুলি তুলে ধরে সরকারকে কোণঠাসা করা হবে, তার একটা রূপরেখা তৈরি করে নিতে এবং বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করতে অধিবেশন শুরুর দিন সকালে একটি বৈঠক ডেকেছেন রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ৷ তবে সেই বৈঠকে যোগ দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল ৷ তবে এ ব্যাপারে খাড়গের দাবি, “জনস্বার্থে যে সাধারণ সমস্যাগুলি রয়েছে, সে ব্যাপারে আমাদের সঙ্গে তারা সহমত ৷ তবে তাদের নিজেদের একটি বৈঠক থাকায়, তারা এই বৈঠকে যোগ দিতে পারবে না ৷” তৃণমূলের এক নেতাও এই খবর নিশ্চিত করে বলেছেন, “বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ডাকা বিরোধী দলগুলির বৈঠকে তৃণমূল যোগ দেবে না ৷ তবে দল অবশ্যই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ও রাজ্যসভার চেয়ারম্যানের নেতৃত্বাধীন বৈঠক দু‘টিতে যোগ দেবে ৷” বিরোধী ঐক্যে বজায় থাকবে কি না, সে দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের ৷