দেশ

পোখরানে পিনাকা রকেটের বর্ধিত সংস্করণের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ

পিনাকা রকেটের বর্ধিত সংস্করণের একের পর এক পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে৷ গত তিনদিন ধরে পোখরানে এই প্রক্রিয়া চলে ৷ শনিবার একথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রক৷ তারা জানিয়েছে, ডিআরডিও-র কাছ থেকে পাওয়া প্রযুক্তি ব্যবহার করে একটি বেসরকারি সংস্থা এই রকেট সিস্টেম তৈরি করেছে ৷ একটি বিবৃতি জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রক ৷ তাতে বলা হয়েছে, ‘‘ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে এই পরীক্ষা চালিয়েছে ডিআরডিও ৷ বেসরকারি কারখানায় তৈরি এই রকেট সিস্টেমটির গত তিনদিন ধরে পরীক্ষামূলকভাবে উৎক্ষপণ করা হয়েছে ৷ এই ট্রায়াল চলাকালীন বিভিন্ন দূরত্বের এবং বিভিন্ন ধারণক্ষমতা সম্পন্ন রকেট উৎক্ষেপণ করা হয় ৷’’ পিনাকা এমকে-১ রকেট সিস্টেমের পাল্লা প্রায় ৪০ কিলোমিটার ৷ পিনাকা এমকে-২ সংস্করণটি আবার ৬০ কিলোমিটার উড়ে গিয়ে লক্ষ্যবস্তুকে ধংস করতে সক্ষম ৷ এছাড়া, ডিআরডিও-র প্রযুক্তি ব্যবহার করে পিনাকার যে নতুন সংস্করণটি তৈরি করা হয়েছে, সেটির নাম পিনাকা-এডিএম ৷ এই সংস্করণটিরও সফল ট্রায়াল করা হয়েছে পোখরানে ৷ সব মিলিয়ে মোট 24টি রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে ৷