বর্ষশেষে মিলবে না পুরীর জগন্নাথ দেবের দর্শন। এমনকী নতুন বছরের প্রথম দিনেও বন্ধই রাখা হবে পুরীর মন্দিরের দরজা। করোনার জেরে মূলতঃ বিপুল ভক্ত সমাগম আটকাতেই এই সিদ্ধান্ত বলে মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ২০২১ থেকে ২ জানুয়ারি ২০২২ এই তিনদিনের জন্য সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হবে পুরীর প্রভু জগন্নাথদেবের মন্দির। মন্দির প্রশাসনের প্রধান কৃষ্ণ কুমার জানান, এর মূল কারণই হল করোনার সংক্রমণ। নতুন বছরের প্রথমে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় প্রভু জগন্নাথের দরবারে। এবার তেমনটা হলে তা রাজ্যের করোনা পরিস্থিতির জন্য মোটেই সুখকর হবে না। তাতে বিপদই বাড়বে। সেই বিষয়ে চিন্তা করেই পুরীর মন্দিরের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।