জেলা

প্রায় ২৩ বছরের পর বক্সায় ক্যামেরাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার

সেই ১৯৯৮ সালে বক্সা ব্যঘ্র প্রকল্পে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছিল। তারপর দীর্ঘ সময় ধরে তাকে দেখা যায়নি। ফলে বক্সায় তার অস্তিত্ব নিয়েই সংশয় তৈরি হয়েছিল। কিন্তু সম্প্রতি দিন কয়েক আগে এই এলাকায় নদীর ধারের মাটিতে দেখা গিয়েছিল বাঘের পায়ের ছাপ। তা পরীক্ষা করার পর বাঘের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হন বনাধিকারিক, কর্মীরা। ইস্ট দমনপুর রেঞ্জে পাতা হয় ট্র্যাপ ক্যামেরা। অবশেষে সেই অপেক্ষা সার্থক হল। সন্ধেবেলা সেই ক্যামেরায় ধরা দিল বাংলার বাঘ – রয়্যাল বেঙ্গল টাইগার। অবশেষে সেই অপেক্ষা সার্থক হল। সন্ধেবেলা সেই ক্যামেরায় ধরা দিল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার।