বিদেশ

৩০টি টর্নেডোর তাণ্ডবে বিধ্বস্ত আমেরিকা, মৃত ১০০, কেনটাকিতে জরুরি অবস্থার ঘোষণা প্রেসিডেন্ট বাইডেনের

টর্নেডো হানায় রীতিমতো বিধ্বস্ত আমেরিকা ৷ কেনটাকি, আরকানসাস, মিসিসিপি, ইলিনয়, মিসৌরি, টেনেসিতে আছড়ে পড়েছে প্রায় ৩০টি টর্নেডো ৷ ছয় প্রদেশে একইভাবে ধ্বংস হয়ে গিয়েছে প্রচুর ঘর-বাড়ি ৷ ক্ষয়ক্ষতির পরিমাণও প্রচুর।  পাওয়ারকাটও হয়েছে অনেক জায়গায় ৷ পাওয়ার আউটেজ ইউএস জানিয়েছে, চারটি প্রদেশেই বিদ্যুতহীন রয়েছেন প্রায় ৩ লক্ষ ৩০হাজার জন ৷ ইতিমধ্যেই ঝড়ের দাপটে মৃতের সংখ্যাটা ১০০ ছাড়িয়েছে ৷ এর মধ্যে কেনটাকিতেই মৃতের সংখ্যা প্রায় ৭০ ৷ জানা গিয়েছে কেন্টাকেতেই

প্রায় ২০০ মাইল এলাকাজুড়ে দাপট দেখায় টর্নেডো। মোট ২২৭ মাইল এলাকায় ঝড়ের দাপট চলে। গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কেনটাকিতে  জরুরি অবস্থার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বাইডেন ৷ কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানিয়েছেন, ‘‘আমি এরকম ঝড় আগে দেখিনি ৷ আমরা নিশ্চিত, মৃতের সংখ্যা ৭০ এর অনেক বেশি ৷ দিনের শেষে তা ১০০-ও পেরিয়ে যেতে পারে ৷’’ মধ্য়রাতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ৷