পুলিসের হাতেই নিগ্রহ। রক্ষকই ‘ভক্ষক’! বাইপাসের ধারে তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগে ধৃত ২। ধৃতদের মধ্যে একজন এএসআইI রয়েছেন। অপরজন সিভিক ভলান্টিয়ার। ধৃত এএসআই-এর নাম সন্দীপ কুমার পাল। ধৃত বিধাননগর ট্রাফিক গার্ডের এএসআই। গ্রেফতারির পাশাপাশি তাকে সাসপেন্ডও করা হয়েছে। অপরদিকে ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম অভিষেক মালাকার। শ্লীলতাহানির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্তের পর তাকেও বরখাস্ত করা হয়েছে। প্রসঙ্গত, শনিবার রাত ১টা নাগাদ সল্টলেক করুণাময়ী বাসস্ট্যান্ডে এসে নামেন আসানসোলের বাসিন্দা ২৫ বছরের ওই তরুণী। নিগৃহীতা তরুণী জানিয়েছেন, বাস থেকে নামার পর স্ট্যান্ডে দাঁড়িয়েই অপেক্ষা করছিলেন তিনি। কলকাতায় তিনি যেখানে থাকেন, সেখানে যাওয়ার জন্য তখন কোনও গাড়ি পাচ্ছিলেন না। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর গাড়ি না পেয়ে শেষে এক পুলিসকর্মীর কাছেই সাহায্য চান। ওই পুলিসকর্মীর বাইকে করুণাময়ী থেকে উল্টোডাঙা পর্যন্ত লিফট দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। ওই তরুণীর অভিযোগ, এরপর তাঁকে বাইকে করে নিয়ে যাওয়ার সময়ই তাঁর শ্লীলতাহানি করে ২ অভিযুক্ত। বাইকটি চালাচ্ছিল ধৃত এএসআই সন্দীপ কুমার পাল। আর ওই তরুণীর পিছনে বসেছিল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার অভিষেক মালাকার। বাইপাসের ধারে আসানসোলের বাসিন্দা ওই তরুণীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পর বন্ধুর সাহায্যে প্রথমে কসবা থানায় অভিযোগ জানান নিগৃহীতা তরুণী। সেখান থেকে তারপর অভিযোগটি বিধাননগর উত্তর থানায় পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। এরপর অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থল অনুযায়ী উত্তর দমদম থানায় অভিযোগ উত্তর দমদম থানায় পাঠানো হয়।