শীতের সকালে গঙ্গার জলস্তর কমতেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধানঘরায় ফের ব্যাপক ভাঙন শুরু হয়েছে । রবিবার সকাল থেকে ভাঙনের প্রভাবে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ইতিমধ্যেই কয়েক বিঘা কৃষিজমি গঙ্গাগর্ভে তলিয়ে গিয়েছে । তলিয়ে গিয়েছে বেশ কয়েকটি লিচু গাছ। ভাঙনের আতঙ্কে নতুন করে আতঙ্কিত এলাকাবাসী । সকাল থেকে গঙ্গার ধারে স্থানীয় মানুষ ভিড় জমিয়েছেন । এদিকে, প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে না-যাওয়ায় ক্ষোভ জমতে শুরু করেছে মানুষের মধ্যে। ৮ ডিসেম্বর বহরমপুরে প্রশাসনিক বৈঠকে ভাঙন প্রতিরোধ নিয়ে কেন্দ্রের অবহেলার দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পৌর প্রশাসক-সহ বিধায়কদের গঙ্গা তীরবর্তী এলাকা থেকে বসতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি।