দেশ

‘আমি হিন্দু আর ওরা হিন্দুত্ববাদী’, বিজেপিকে কটাক্ষ রাহুলের

আজ জয়পুরে বিজেপিকে হিন্দুত্ব নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।  বক্তৃতার শুরুতেই রাহুল বললেন, ‘‌আমি এক জন হিন্দু। এঁরা সকলেই হিন্দু। কিন্তু ওরা হিন্দুত্ববাদী। আমি আপনাদের বুঝিয়ে বলছি।’‌ এই বিষয়টি বুঝিয়ে দিতেই রাহুল তুলে আনলেন মহাত্মা গান্ধী এবং ‘‌সত্যাগ্রহ’‌র প্রসঙ্গ। তাঁর কথায়, ‘‌মহাত্মা গান্ধী সত্যের খোঁজ করেছিলেন। আর নাথুরাম গডসে তাঁর শরীরে তিনটি গুলি ছুড়েছিল। সে ছিল হিন্দুত্ববাদী। হিন্দুরা সত্যাগ্রহে আগ্রহী। আর হিন্দুত্ববাদীরা ক্ষমতায় আগ্রহী। ওরা সত্য নিয়ে ভাবে না। ওরা সাত্তাগ্রহে (‌ক্ষমতার খোঁজ)‌‌ আগ্রহী।’‌ জয়পুরের সভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিও ৷ তিনি বলেন, “আজকের কেন্দ্রীয় সরকার মিথ্যে ছাড়া আর কিছু জানে না ৷ এই সরকার শুধু কয়েকজন শিল্পপতির জন্য কাজ করে ৷ তারা বিজ্ঞাপনের জন্য যে পরিমাণ অর্থ খরচ করে, সেটা তারা কৃষকদের কেন দেয় না ?”