দেশ

রেশনের খাবারের প্যাকেটে মোদি-যোগীর ছবি, তোপ কংগ্রেসের

ফ্রিতে রেশন বিতরণ অভিযান শুরু হয়েছে উত্তরপ্রদেশে ৷ খাদ্যশস্যের পাশাপাশি এবার বিনামূল্যে মিলছে তেল, নুন, চিনিও ৷ তবে সেই প্যাকেটে জ্বলজ্বল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি ৷ এতেই বেদম চটেছে বিরোধীরা ৷ বিধানসভা নির্বাচনের আগে এ ভাবে বিজেপি নিজেদের ব্র্যান্ডিং করছে বলে অভিযোগ করেছে সমাজবাদী পার্টি ৷ আর কংগ্রেসের মতে, গরিব মানুষদের নিয়ে উপহাস করছে বিজেপি৷ যোগীরাজ্যে নিঃশুল্ক রেশন বিতরণ মহাভিযান শুরু হয়েছে ৷ ১৫ কোটি মানুষ এর সুবিধে পাবেন ৷ এই প্রকল্পে প্রত্যেক উপভোক্তা খাদ্যশস্যের পাশাপাশি এক কেজি করে ভোজ্য তেল ও নুনও বিনামূল্যে পাবেন ৷ আর যাঁদের অন্ত্যোদয় কার্ড রয়েছে, তাঁরা এগুলি ছাড়াও এক কেজি করে চিনি ও ডাল পাবেন ৷ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হল সরকারের এই প্রকল্পকে ৷
উত্তরপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র অশোক সিং-এর দাবি, “কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  ও রাজ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে এটা বিজেপির একটা পাবলিসিটি স্টান্ট ৷ আসলে তাঁরা গরিবদের উপহাস করতে চান ৷ কোভিড অতিমারীর পর প্রচুর মানুষ চাকরি খুইয়েছেন ৷ কর্মসংস্থান সৃষ্টি না করে তাঁরা মানুষকে খাবারের প্যাকেট দিচ্ছেন ৷ এটা গরিবদের ক্ষতের উপর নুন ঘষে দেওয়ার মতো ব্যাপার ৷ বিজেপি গরিবদের আত্মসম্মান নিয়ে খেলতে চাইছে ৷”