বৈঠকে বসছেন সংসদের উভয়কক্ষের বিরোধী দলগুলির নেতারা ৷ রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খাড়গের দফতরে বৈঠকে যোগ দিয়েছেন তাঁরা ৷ যে বৈঠকে রাজ্যসভার ১২ জন সাংসদকে বহিষ্কার ইস্যুতে আলোচনা হওয়ার কথা ৷ ওই বৈঠকে বিরোধী দলগুলির তরফে দেওয়া পদযাত্রার প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷ বহিষ্কার হওয়া সাংসদদের পাশে থাকতে, সংসদের গান্ধিমূর্তির পাদদেশ থেকে বিজয়চক পর্যন্ত এই পদযাত্রা করার কথা লোকসভা এবং রাজ্যসভার বিরোধী দলগুলির ৷ উল্লেখ্য, চলতি শীতকালীন অধিবেশনেও রাজ্যসভার ১২ জন সাংসদকে বহিষ্কার করেন চেয়ারম্যান বেঙ্কায়া নাইডু ৷ তারই প্রতিবাদে এবার পদযাত্রার প্রস্তাব দিয়েছে বিরোধীরা ৷ এই নিয়ে আলোচনা করতেই মল্লিকার্জুন খাড়গের দফতরে বৈঠকে বসবেন লোকসভা ও রাজ্যসভার বিরোধী দলের নেতারা ৷