জেলা

এবারেও বাতিল শান্তিনিকেতনের পৌষমেলা, জানিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ

“বিশ্ববিদ্যালয় এবার কোনও মেলা করছে না”, জানিয়ে দিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ । অর্থাৎ, এই বছরও শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে হচ্ছে না ঐতিহ্যবাহী পৌষমেলা ৷ পৌষমেলা হবে কিনা তা নিয়ে যে সংশয় ছিল, অবশেষে তার অবসান হল । ২০২০তে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ ছিল ঐতিহ্যবাহী পৌষমেলা ৷ তবে এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় অনেকেই মনে করেছিলেন, ছোট করে হলেও পৌষমেলা হবে ৷ বিশ্বভারতী কর্তৃপক্ষ যদি মেলার আয়োজন না করে তাহলে বোলপুর পৌরসভা অন্তত মেলা করবে ৷ এই মর্মে মাঠ চেয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে চিঠিও দেয় পৌরসভা । মেলা করার জন্য শান্তিনিকেতন ট্রাস্ট, বোলপুর ব্যবসায়ী সমিতি ও পৌষমেলা বাঁচাও কমিটি বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি দিয়ে আবেদন করে । তা সত্ত্বেও মেলা হবে কি হবে না, তা নিয়ে একটি বাক্যও খরচ করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ । আদৌ মেলা হবে কিনা সেই বিষয়ে ধন্দে ছিলেন বোলপুরবাসী ৷ অবশেষে আজ সেই ধন্দের অবসান ঘটালেন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ ৷ মেলার বিষয়ে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবছর কোনও মেলা করা হচ্ছে না ।”