কলকাতা

‘পচা গঙ্গার ধারে থাকে, সে গঙ্গার গুরুত্ব কী বুঝবে?’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের

‘ভোট এলেই গঙ্গায় ডুব দেন’। গোয়ার সভা থেকে এই ভাষাতেই নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেছেন, করোনার সময় সেই গঙ্গাতেই মৃতদেহ ভাসিয়ে দেওয়া হয়, গঙ্গাকে অপবিত্র করা হয়। তৃণমূল নেত্রীর সেই মন্তব্যের কড়া জবাব দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, যাঁর বাড়ির পাশে পচা গঙ্গা রয়েছে, তিনি কী বুঝবেন গঙ্গার গুরুত্ব? বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষ করোনাকালে কী কষ্ট পেয়েছেন, সেটা এখানকার মানুষই জানেন। মোদিজি হচ্ছেন পরিত্রাতা। উনি দেশের ১৪০ কোটি লোককে ফ্রি-তে খাইয়েছেন, বাঁচিয়েছেন। সারা বিশ্ব আজ সে কথা স্বীকার করেছে।’ দিলীপের কথায়, মমতা শুধুই প্রতিশ্রুতি দিয়েছেন। মোদীর পাঠানো সাহায্য নিয়ে মমতা রাজনীতি করেছেন বলেও দাবি করেন তিনি।