করোনার নয়া স্ট্রেন ওমিক্রন হানা দিল পশ্চিমবঙ্গেও ৷ মুর্শিদাবাদের বছর সাতের এক বালক আক্রান্ত করোনার নয়া প্রজাতিতে ৷ আবুধাবি, হায়দরাবাদ হয়ে ওই বালক রাজ্যে প্রবেশ করেছে বলে মুর্শিদাবাদ স্বাস্থ্য দফতর সূত্রে খবর ৷ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: সন্দীপ সান্যাল বলেন, ‘‘ওই বালকের বাড়ি ফরাক্কার বেনিয়াগ্রামে হলেও বর্তমানে সে মালদার কালিয়াচকের মামার বাড়ি রয়েছে বলে জানা গিয়েছে ৷’’ মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কথায়, বালকটি তার বাবা-মায়ের সঙ্গে বর্তমানে মালদায় থাকলে
সেক্ষেত্রে মালদার স্বাস্থ্য দফতর যা যা করণীয় করবে ৷তবে শিশুটি যদি মুর্শিদাবাদে থাকে, সেক্ষেত্রে নিয়ম মেনে এলাকায় কন্টেনমেন্ট জোন করা হবে বলে আশ্বাস দেন সন্দীপবাবু ৷তবে শিশুটির লোকেশন সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলেই জানান তিনি ৷ গত ১১ ডিসেম্বর আবু ধাবি থেকে ওই শিশু বাবা-মায়ের সঙ্গে ভারতে পৌঁছয় বলে জানিয়েছে মুর্শিদাবাদ স্বাস্থ্য দফতর ৷ এরপর হায়দরাবাদ হয়ে কলকাতা বিমানবন্দরে পা রাখেন ৷ তবে শিশুটি যে ওমিক্রন আক্রান্ত তা হায়দরাবাদে তার করোনা পরীক্ষার রিপোর্টেই জানা যায় ৷