কলকাতা পুজো

বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি দিল ইউনেসকো

বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো পেল আন্তর্জাতিক স্বীকৃতি ৷ বুধবার ইউনেসকো’র  তরফ থেকে কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ ইউনেস্কোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে দুর্গাপুজোকে। ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল,বলিভিয়ার মতো বিশ্বের মাত্র ৬ দেশের উৎসব এখনও পর্যন্ত UNESCO-র স্বীকৃতি পেয়েছে। এবার সেই তালিকায় যোগ হল দুর্গাপুজো।  ২০০১ সাল থেকে দেশের একাধিক রাজ্যের সংস্কৃতি ও উত্সব নিয়ে একটি সার্ভে শুরু করে ইউনেস্কো। সেই সার্ভে অনুয়ায়ী হেরিটেজের তালিকায় স্থান দেওয়া হল বাংলার দুর্গাপুজোকে। দেশের অন্যতম এক প্রধান উত্সব এই পুজো। গোটা দেশ থেকে মানুষজন পুজোর সময়ে চলে আসেন এই উৎসব দেখতে। বিশ্বের বিভিন্ন দেশে যেখানেই বাঙালি রয়েছে সেখানেও ছড়িয়ে পড়েছে এই উৎসব । এবছর অগাস্ট মাসে দুর্গাপুজোকে হেরিটেজের স্বীকৃতি দিতে ইউনেস্কোর কাছে আবেদন করে রাজ্য সরকার। বছর দুয়েক আগে বাঙালির এই উৎসবকে ‘মেগা ফেস্টিভ্যাল’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল। এমনকী,  ‘বৈচিত্র্যের মাঝে ঐক্য’-র ভাবনা নজর কেড়েছিল UNESCO কর্তাদেরও। তাই গত বছর ফের ইউনেস্কোর দরজায় কড়ানাড়ে রাজ্য পর্যটন দফতর। উল্লেখ্য, এর আগে ২০১০ সালে পুরুলিয়ার ছৌ নাচকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। একইসঙ্গে স্বীকৃতি দেওয়া হয় কেরলের মুদিয়েট্টু লোকনৃত্যকে। এছাড়া ২০১৭ সালে স্বীকৃতি দেওয়া হয়েছিল কুম্ভমেলাকে।